বসুধার আর্দ্র মাটিতে মেটে
মানুষের ঘামের ঘ্রাণ,
শ্রমিকের ওম-তাপে ফুলে ফেঁপে
উঠা ধনীর দালান।


মানুষের মাঝে গজিয়া উঠেছে
কত ব্যবধান,
মুসাফির আমি খুঁজে যাই শুধু
সমতার সমাধান।


চাই না ক আমি বিলাসী জীবন
অসম অবদান,
দেখাবো না কোনো শব্দের ভুবন
আবেগী আহ্বান।


বিশ্ব ভুখার চিৎকারে শুধু
কেঁদে যাক মোর প্রাণ,
ধিক্কারে হোক বিশ্ব বঁধুর
জীর্ণের অবসান।


পদ্যের আদরে আসিবে না ক
শ্রমিকের সম্মান,
তেজীয়ান কোনো কন্ঠের সাথে
গাহিতে হবে গান।


ভুলে জাতপাত হাতে রেখে হাত
বসুধারে করো ত্রাণ,
জ্বলুক চেরাগ মিলেমিশে থাক
অবনির সন্তান।