তোমার গন্ধ গতরে মেখেই
ওর ওম তাপে আজ আমার বসবাস,
সম্পর্কের কোন কাগুজে টানে
অন্তরীণ তিন জনার ইতিহাস।
মলিন মধ্যরাত, ঘিয়ে রঙা অবসাদ
বুকের ফসিলে বাঁধা বাবুই বিষাদ।
অভাগীর 'চড়ুই-মাথা' নাকে নিয়ে
আঘ্রাণ নিই যেন তোমারই চুলে,
প্রবল ঝড়ে ঝরে যাওয়া ঘাম
লাল হাম হয়ে ফুটে উঠে
ওর নিটোল কপোলে।
তোমার ঠোঁটের চাতালে--
নিষ্প্রভ অবয়ব আড়াল করে রাখি
গোধূলির ঘ্রাণ।
কল্পনার পেখম মেলে
উনুনে আগুন জ্বেলে
বানিয়ে ফেলি রাতের রসদ;
মখমলের এই কলঙ্কের আড়ালেই
তোমার আর আমার
অশরীরী সহবত।


বৃহস্পতিবার, ৩০ শে এপ্রিল ২০২০ ইং