গাজার বুকে ইসরাইলের
নব অভিষেক,
অনশনে শ্রান্ত আকাশ
ক্লান্ত কোমল মেঘ।


ঈমান কামান মুখোমুখি
রক্তে ভেজা লাশ,
অস্ত্র দ্বারা করছে ওরা
ইতিহাসের চাষ।


ঝলসে যাওয়া মাংসপিণ্ড
শিশুর ধূসর বুক,
বক্ষে মায়ের শোকের মাতম
বাবার শুষ্ক মুখ।


গুলির নিপুণ গাঁথুনি তে
ভাইয়ের বুকের মালা,
অনুভবে বোঝ এবার
বোনের বুকের জ্বালা।


আছে সেথায় জীর্ণ কুটির
শীর্ণ মরগেহ,
আছে পড়ে হাজার বোনের
নগ্ন নিথর দেহ।


আকাশ বাতাস কাঁদছে দেখ
ক্লান্ত ধূসর ধরা,
খুন শোষণে ক্ষান্ত মাটি
রক্ত রঙে চড়া।


সভ্যতার ঐ রক্ত তিলক
পরে ওরা ঋণী,
যবন নিধন করবে তাইতো
ধবল ব্রাহ্মণ শ্রেণী।


ফুল চন্দন নিষ্প্রয়োজন
লাগবে না জল ঘটি,
নিয়ম ভাঙায় আজ যাবে না
সভ্য সমাজ চটি।


শকুন রাজ আজ বেজায় খুশি
বসছে মহা ভোজ,
হাজার লাশে মুখ রোচে না
লাগবে আরও রোজ।


নেইকো ক্ষমা অনেক জমা
কানে ওদের তালা,
নির্বিচারে হত্যা করে
মিটায় মনের জ্বালা।


নেই কি এমন অগ্নি পুরুষ?
শেষ নাটকের নট,
টানবে ইতি টুঁটবে ভীতি
সভ্যতার সংকট।


শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫