আমার একটি আরজি ছিল প্রধান মন্ত্রির কাছে
ছোট্ট একটি বসত চাই হাতির ঝিলের পাশে ।

হাতির ঝিলে নেইতো হাতি আছে স্বস্তি বাস
তাইতো আমার থাকতে সেথায় জাগছে অভিলাস ।

একদিন এথায় ছিল বিশাল জলা দুর্গন্ধ
আজকে সেথায় নির্মল হাওয়ায় বইছে মৃদু ছন্দ ।

পরিবেশের বালাই নিয়ে নেই কোন দন্দ
সবার কাছেই লাগছে ভালো বলছে না কেউ মন্দ ।

শেখ হাসিনার শুভ দৃষ্টি সফল হল বিশাল কৃষ্টি
হাতির ঝিলে করলেন তিনি দৃষ্টি নন্দন সৃষ্টি ।


চতুর দিকে রাস্তা ঘাট আর উড়াল সেতু দিয়ে
নির্বিঘ্নিতে পৌঁচবে সবাই সোনারগাঁতে গিয়ে ।


এত সুন্দর চমক যেন আর কোথাও নাই
থমকে গিয়ে পান্থ বলে একটু দেখে যাই ।


বিকেল হলেই পর্যটকরা এসে ভিড় জমায়
রাতের বেলায় আলোর খেলায় চোখ জুড়িয়ে যায় ।


প্রতিবেশি অধিবাসি সূখে দিন কাটায়
তাদের মত দিন কাটাতে আমারও মন চায় ।


আমি অতি শূন্য গতি করি শূন্যে বাস
থাকার মত সঙ্গতি নেই আছে শুধু আশ ।


ইচ্ছে আছে সামর্থ নেই করার মত বাড়ি
মহোদয়ের দয়ায় যদি একটু থাকতে পারি ।


এই আকুতি অধমেরে করিয়া কসুর
আবেদনটি মান্যবরে করিবেন মঞ্জুর ।