ভয় নেই ওরে ভয় নেই !
জালিমেরা যতই জালিয়াতি করুক, আবার যেই সেই ।
ভয় নেই ওরে ভয় নেই ।


সত্য যতদিন থাকবে টিকি, খুন্ন হবেনা মর্যাদা সিকি,
সত্য বিহনে সতিত্ব থাকেনা মহত্বে থাকে না গুন
নবীদের আমলে জালিয়াতি করেছে কত কাফের ফেরাউন ।


পেরেছে কি করিতে, সত্যকে ফিরাতে, পেয়েছেকি কোন কুল ?
এক এক করে ক্রমাগত তাদের বংশ হয়েছে নির্মুল ।


ইসলামের বানী প্রচার করিতে, কত কষ্ট পেয়েছেন প্রিয় নবী মুহাম্মদ,
তবুও তিনি টলিতে দেননি ইসলাম, এজিদ-ই হয়েছে বধ ।


ওহে বিশ্বের যুবক ভাই, এক সাথে চল যাই, মুসলমানদের পাশে দাড়াই,
লাগে যদি ধরব তল, পিছুতে পড়ব না ঢল,
মায়ানমারদের জব্ধ করে রোহিঙ্গাদের জীবন বাচাই ।


অধিক শক্তি মোদের ভরে, থমকে যাবো কাদের ডরে ?
যেমনি চলে তেজস্বি হয়, তেমনি করব আমরা জয় ।


চলরে চলরে চলরে ভাই, সামনের দিকে এগিয়ে যাই,
মায়ানমারের নিস্তার নাই, দাত ভাঙ্গা জবাব চাই ।


কৃতকর্ম দেখলে তাদের চোখে আসে জল
বিশ্ব মাঝে ওরা একটা অসভ্যের দল ।

একতা শক্তি একতাই বল, আমরা সবাই প্রতিবাদী দল,
বাঁচতে হলে বাঁচব সবাই মরতে হলে মরব,
লাগলে সবাই জীবন দিয়ে একই সাথে লড়ব ।


অত্যাচারি কাফের যারা স্বদলবলে জানুক তারা,
একতারই এমনি ধারা, যেথায় বিধে সেথায় সারা ।