সেই পাড়েতে বাড়ি আমার সেইখানেতে ঘর
যেইখানেতে থাকতে হবে হলে লোকান্তর ।


যেইখানেতে মৃত্যু নেই আর থাকবে জনম ভর
সেই পাড়েতে বাড়ি আমার সেইখানেতে ঘর ।


থাকবেনা চিন কারো সাথে কেবা আপন পর
হবেনা কেউ কারো সাথী যতই আসুক ঝড় ।


মায়ের স্নেহের পরশে আমার প্রানটি শীতল হল
মায়ের চাইতে আপন ভবে আর কে আছে বল ?


সেই মাও সেদিন থাকবেনা আপন হয়ে যাবে পর
সেই পাড়েতে বাড়ি আমার সেইখানেতে ঘর ।


যাবার পথে পাথেও কিছু থাকবে সাথে যার
বিপদে তার বন্ধু হবে সেথায় অলংকার ।


নিরপেক্ষ হাকিম তাহার কেউ নয় আপন পর
অর্ধ হস্ত মস্তক উপর থাকবে প্রভাকর !
সেই পাড়েতে বাড়ি আমার সেইখানেতে ঘর ।