হে সভ্যতা, হে বিবেক, হে মানবতা
আর কত ঘুমাবে তোমরা ?


কখন ভাঙ্গবে তোমাদের নিদ্রা ?
কখন জেগে উঠবে তোমরা ?


তোমরা কি জান ?
ঘুমানোর আগে তোমরা যা রেখে ঘুমিয়েছ
ঘুম ভেঙ্গে দেখবে তার অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে ।


অনেক কিছুই নেই,
নেই স্বচ্ছতা, সত্যতা হৃদয় নিংড়ানো মমতা
আছে শুধু সহিংসতা, হিংস্রতা আর নির্মম বরবরতা ।


সত্যের টুটি চেপে ধরে মিথ্যার প্রতিষ্ঠা করা
স্ববলের পেশীবলে দুর্বলের রক্ত ঝরা ।


এর আগেও তোমরা ঘুমিয়েছিলে অনেকবার
ঘুম থেকে উঠে হয়েছো নির্বিকার ।


নৃশংসতার কালো ছোঁয়া হানা দিয়েছিল বার বার
বঙ্গবন্ধু সহ অনেক শক্তিমান বিবেককেই পাওনি জেগে আর ।


শুধুই আপসোস করেছো তোমরা, করতে পারনি কিছুই তার
তোমাদের নিস্তব্ধতায়, দিনের পর দিন বেড়েই চলছে ব্যাবিচার ।


শাণিত হয়েছে পুঁজিবাদী আর রক্তচোষা জল্লাদদের তলোয়ার
যার আঘাতে প্রতিনিয়ত  নিশ্পেষিত হচ্ছি, আমরা ক্ষুধার্ত গরীব দুখী জনগোষ্ঠী
মাথা উচু করে দাড়াতে পারছিনা আর ।


শান্তির তৃষ্ণায় সারা বিশ্ব এখন করছে শুধু হাহাকার
আছে কি কোন শান্তনার বাণী, আছে কি কোন প্রতিকার ?


এখন আবার মিয়ানমার নাকি এতই ক্ষমতাধর
বিশ্ব যেন তাদের কাছে মুরগীর খোয়ার ঘর


তাদের যেন লাগছেনা গায় বিশ্ব জাতিসংঘ
শুয়ারের ন্যায় কর্ম করছে, করছে নীতি ভঙ্গ ।


টুকরো টুকরো করছে কেটে মানবদেহের অঙ্গ
সারা বিশ্ব নিরব চোখে দেখছে এসব রঙ্গ ।


পিপড়ার মত মারছে মানুষ পুড়ছে ঘর বাড়ি
রোহিঙ্গারা করছে এখন শুধু আহাজারি ।


আর্তনাদের হাহাকারে হচ্ছে বাতাস ভারি
বাদ পড়ছেনা বরবরতায় শিশু এবং নারী ।


দেখে আসুন থাকেন যদি হৃদয়বান কেউ
নাফ নদীতে বইছে এখন রক্তের ঢেউ ।


এর আগেও তোমাদের মৌন নিরবতায়
প্রাণ হারিয়েছে সালাম, বরকত, জব্বার


তোমাদের চোখের সামনে, এমনি ভাবে বিশ্ব শান্তি বলি হবে
আর কত বার ?