বাঘের বাচ্চা বাঘই হয় নাগের বাচ্চা নাগ
তাইতো তুমি বিশ্ব ব্যাপি লাগিয়ে দিয়েছো তাক।


তোমার বাবা বঙ্গবন্ধু বাংলাদেশের বিশাল সিন্ধু
কন্ঠে ছিল যাদু তাঁর মিশ্রি শ্রুতি বাক।


সোনার বাংলা গড়বেন তিনি স্বপ্ন ছিল তাঁর
পচাত্তুরের কালো রাত্রি হতে দিল না আর।


একুশ বছর বাইরে থেকে করছো কারা বাস
নিন্দুকেরা  দেশের যত করছে সর্বনাশ।


তারই স্বপ্ন বিন্দু বিন্দু পুরন করছো আজ
সকল স্বপ্ন করবে পুরন এটাই তোমার কাজ।


তুমিই তাঁর যোগ্য কন্যা আরতো কেহ নেই
তোমার মধ্যে খুজে পাবো তুমিই যেন সে-ই।


ইতিমধ্যে অনেক কিছুই কাজে প্রমাণ দিলে
উন্নয়নের ধারার মধ্যে তারই প্রমাণ মিলে।

বিশ্ব মাঝে উন্নয়নের তুমি রূপকার !
বাংলাদেশের এখন তুমি চির অহংকার।


এগিয়ে যাও সামনের দিকে ভয়ের কিছু নেই
আল্লাহ আছে তোমার সাথে থাকবে পাশে সেই।


তোমার বাবাও পায়নি কভু রক্ত চক্ষু ভয়
সৎ সাহসের পরিনামে দেশ হয়েছে জয়।


তুমিও এক দিন করবে পুরন তোমার বাবার আশা
তোমার প্রতি জনগনের আছে ভালোবাসা।

সন্তানের ন্যায় ভালবেশে দেশকে করো যত্ন
সবার মনের মণি কোঠায় তুমি দেশ রত্ন।


নিন্দুকেরা বলুক যাই কান দিওনা তাতে
আপন মনে এগিয়ে চলো আমরা আছি সাথে।


আমরা তোমার শুভাকাঙ্খি যতই থাকি দুঃখে
তোমার শুভ দৃষ্টি থাকলে থাকবো সদা সুখে।