বসন্তের প্রস্থানান্তে এসেছে নব বর্ষ
স্বাগতম জানাই তারে মনে নানা হর্ষ ।


বিস্তির্ণ বঙ্গে নানাবিধ রঙ্গে সু-সজ্জিত অঙ্গ
চারিদিকে হৈ চৈ উৎসব তরঙ্গ ।


হরেক রকম প্রসাধনী হরেক পিঠা পায়েস
সারা বাংলা মূখরিত করছে সবাই আয়েস ।


ছেলেরা পড়ছে পাঞ্জাবী আর মেয়েরা তাঁতের শাড়ি
খোদ বাঙ্গালী জাতি আমরা পরিচয় দিচ্ছে তারই ।


মনের কোনে ভেসে উঠে কত রকম কল্পনা
প্রকাশ করছে সারা গায়ে একে তারই আল্পনা ।


উল্লাস করে ইলিস পান্থা খাই যে সকাল বেলা
তার সাথে খাই রমনাতে ভাই লাখো মানুষের ঠেলা ।


ও বেটারাও কম করেনি করছে আয়োজন
বাদ রাখেনি কোন কিছু যা যা প্রয়োজন ।


ফুটবল হকি ক্রিকেট দাবা আরো কত খেলা
তার চাইতেও অধিক তৃপ্ত কাল-বৈশাখির মেলা ।


রমনা পার্কের জন্ম বুঝি এসবেরই জন্য
বৈশাখ তোমায় শ্মরণ করি ধন্য তোমায় ধন্য ।