সারাটি জীবন কেটেছে শুধু করে হেলা
আজিকেতো এসেছে মোদের বিদায় বেলা ।


কি বলিব কি কহিব মুখে নেই কোন ভাষা
তোমাদের ছেড়ে চলে যেতে হবে তাই, করিনি কভু আশা ।


যত দিন রয়েছি তোমাদেরই মাঝে করেছি কত খেলা
আজতো সেদিন ফুরিয়ে গিয়েছে এসেছে বিদায় বেলা ।


এ মুহুর্তে তোমাদের কি যে দিব ভাই
দিবার মত মোদের কিছুইতো নাই ।


স্কুল জীবনে তোমাদেরই সাথে করেছি যে সব কৃতি
চির কাল তোমরা রাখবে সে সব দর্পন স্বরূপ  স্মৃতি ।


স্কুল জীবনটি যে কত সুন্দর প্রথা
তা ছেড়ে আজ চলে যাই মোরা, নিয়ে এ হৃদয় ভরা ব্যাথা ।


না বুঝে না শুনে করেছি কত হানা
শুনিনি সেদিন গুরুগন মোদের করেছেন যত মানা ।


পাঁচটি বছর তোমাদের সাথে করেছি কত আনন্দ
সেথায় গিয়ে বুঝিতে পারিব করেছি কি ভাল মন্দ ।


এজগতে মানুষের জীবন শুধু ব্যাথা নির্ঝর
ব্যাথা মাখা জগতময় যত কার্য্যকর ।
বিদায় ব্যাথার তরে হৃদ কাঁপে থর থর ।


জানিনা কি হবে এ বিদায়ের ফলে
দুনিয়ার বিদায় নেওয়া কিছুনা আসলে ।


এ বিদায়তো সে বিদায় নয়
যে বিদায় চিরতরের জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হয় ।


আজকে গেলে বিদায় নিয়ে কালকে হবে দেখা
তবুও যেন মনে কেন ছাপে বিষাদ রেখা ।


পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু, শ্রদ্ধা জানাই নত শিরু ।


পাঁচটি বছর আমাদের প্রতি রেখেছেন আপনারা অকৃপণ দান
যদিওবা আমরা পারিনি দিতে আপনাদের যথা মূল্যমান ।


তবুও আশ্বিত মোরা সকল প্রার্থী ও প্রার্থীনিগন
চলে গেলেও যেন আমাদের প্রতি থাকে সদা স্নেহযুক্ত মন ।


পাঁচটি বছর ছিলাম মোরা এই ছাউনির তলে
বিদায় বেলা বুক ভেসে যায় অশ্রু সিক্ত জলে ।


চলার পথে বলার মত আর যে কিছু নাই
যাত্রা পথে অনাথ আমরা সবার দোয়া চাই ।


যেই নীতিতে আমরা সবাই দিলাম সাগর পাড়ি
সেই নীতিতে সবাই যেন জয়ী হতে পারি ।