এসেছে বিদায় লেগেছে ধুম
প্রথমে রহিল আসসালামু আলাইকুম


আজি তোমাদের বিদায়ের দুঃখে
কি বলিব তা আসেনা মূখে ।


বিদায় কথাটির এমনি ধারা
মুক্তি লভে মহৎ কর্মে হৃদয়ে দেয় সাড়া ।


আজি আমাদের সবাকে ছেড়ে, যাবে ভবিষ্যতের আশায়
তোমাদের স্মৃতি জেগে থাকবে সদা, মোদের হিয়ায় ।


তোমরা সবাই থাকবে সদা চলার পথে উদার মন
তোমাদের পদাঙ্ক অনুশ্মরণ করব আমরা ছোট ভাই বোন ।


মোরা ভ্রাতৃপ্রতিম কতর্ব্য পালন করিতে পারিনি কদাপি
তোমাদের সাথে কত সময় মোরা করেছি বেয়াদবী ।


অন্যায় করিলে ক্ষমাই মহত্বের লক্ষন
মোদের জ্ঞাত অজ্ঞাত ভুল ত্রুটি করগো মার্জন ।


বিদায়ের লগ্নে ভাড়াক্রান্ত মগ্নে তোমাদের মঙ্গল কামনা করি
সূখে রেখ দয়াময় মিলে মিশে দেশ যেন গড়ি ।