বঙ্গবন্ধু যুদ্ধ করেননি করেছেন উদ্ভুদ্ধ
তাঁর চেতনায় স্বাধীন হয়েছে দেশ, সফল হয়েছে যুদ্ধ ।


সাত কোটি জনতা স্বাধীনতা পেয়ে, হয়েছেন মহা মুগ্ধ
খুশি হতে পারেননি যারা সেদিন, তারা আজও মহা ক্ষুদ্ধ ।


জাতির কাছে বঙ্গবন্ধুর একটাই ছিল তন্বী
স্বাধীন দেশে থাকবো মোরা হব স্বাবলন্বী ।


হঠাৎ করে পাক-হানাদার আটলো কালো ফন্দি
জাতির জনক বঙ্গবন্ধু হয়ে গেলেন বন্দি ।


আমিতো বলিনি মঞ্চে দাড়িয়ে গাইব দেশের গান
গানতো গেয়েছেন চল্লিশ বছরে  অনেক মহিয়ান ।


একটি পতাকা রচনার জন্য ঝরেছে কত তাজা প্রাণ
হাজার বছর পেরিয়ে গেলেও, ভুলবনা তাঁদের সেই অবদান ।


একাত্তুরের সেই দিনে সব জনতা নির্বিকার
উল্লাসিত ছিল শুধু আল-বদর আর রাজাকার ।


মা-বোনদের ইজ্জত নিয়ে করছে দেশে ব্যাবিচার
বাবা ঠাকুর ছিল তাদের পাক বাহিনী হানাদার ।


কত সন্তান পায়নি সন্ধান কোথায় আছে বাবা তার
চোখের জলে নৌকা চলে আজও মায়ের হা-হাকার !


এই শত্রুদের বিচার দেখতে আর কতকাল বাকি
জাতির প্রশ্ন আদৌ তাদের বিচার হবে নাকি ?


বিচার হলে পুরবে আশা শত্রু হবে খর্ব
স্ব-গৌরবে উঠবে ফুঁটে, দেশ ও জাতির গর্ব ।