এই মুহুর্তে রাজনীতিতে সংকট গণতন্ত্র
এটাই যেন সকল দলের একটি মূলমন্ত্র ।


রাজনীতির মাঠ এখন চলছে উত্তপ্ত
সিস্টেমের যাতাকলে জনগন সুপ্ত ।


দিনে দিনে জন মনে যে বিষয়টি দৃষ্ট
ইচ্ছে করেই রাজনীতিকদের জটিলতা সৃষ্ট ।


সকল দলই কথা বলেন রেখে তাদের শর্ত
জনগনের সামনে এখন অন্ধকার গর্ত ।


অনেক কথাই আটকাচ্ছেনা রাজনীতিকদের গালে
গণতন্ত্র আটকে গেছে ষড়যন্ত্রের জালে ।


কথায় সবার ফুলছুরি শুধু কথার ছল
গণতন্ত্র যেন এখন খেলার মাঠের বল ।


কেউবা করেন হত্যা তাকে কেউবা করেন রক্ষা
জনগনের কাছে যেন এটা একটা যক্ষা ।


এর যন্ত্রনায় জাতি এখন বড়ই বেসামাল
কোথায় পাবে রোগ সারাতে বক্ষব্যাধি হাসপাতাল ?


টক-শোতে বিশ্লেষকরা করছেন নানান বিশ্লেষন
গনতন্ত্র ফিরে পেতে এটাই এখন প্রেসক্রিপশন ।


রাজনীতিকরা দয়া করে যদি এটা খান
জাতি তবে যক্ষা থেকে পাবে পরিত্রাণ ।


এই কামনা সবার জন্য সু-বোধ উদয় হোক
নইলে জাতি পার পাবে না বাড়বে সবার ক্ষোভ ।


সবাই চায় জাতির জন্য দেশ উন্নয়ন করতে
তত দিনে দেশ সহ জাতি যাবে মর্ত্তে ।