ঘুষের টাকায় জীবন চলবে এমনটিতো ভাবিনি
মোটা অংকের ঘুষ পেয়েছি তাও আমি ধরিনি ।


ঘুষ ছাড়া কেউ কাজ করেনা, আমি সেটা করিনি ।
সবাই ঈদে বাড়ি গেছে আমি যেতে পারিনি ।


পাশের চেয়ারের দবির সাহেব আমার কলিক দোস্ত
ঈদে আমায় করছেন দাওয়াত খেতে রুটি গোস্ত ।


গত ঈদে যায়নি জিদে দেশের বাড়ি তার
পাঁচশ টাকা কারো কাছে পায়নি বলে ধার ।


এবার ঈদে নেইযে দ্বিধে করছে অহংকার
ঢাকায় করছে বিশাল বাড়ি বউয়ের অলংকার ।


গরীবদেরও দান দক্ষিনা করেন মোটামোটি
ঘুষের টাকা কম দিলে কেউ চেপে ধরেন টুটি ।


যতই করেন বাহাদুরি বেতন তত পান না
হারাম রুজির হারাম খাবার হালাল কিছু খান না ।


হালাল রুজির পরেও যখন থাকে অনেক বায়না
সরকার মহাশয় দিলেই পারেন বাড়িয়ে সবার মায়না ।


যত পাবে তত খাবে থাকবেনাতো হুশ
সুশিল সমাজ গড়তে হলে বর্জন কর ঘুষ ।