হে মহান, হে প্রভু
তুমিতো এত নির্মম নও কভু ।


মানব জাতি সৃষ্টি করেছ গাইতে গুনগান
সেই মোতাবেক নাযিল করেছ বিধান আল-কোরান ।


জন্ম মৃত্যু রিযিক রেখে সব করেছ দান
পাপ পুণ্যের বিচার করবে হাসরের ময়দান ।


এত কিছুর পরেও মোরা গাইছিনা গান তবু
তাই বলেতো তুমি মোদের দাওনি সাজা কভু ।


আজকে কেন তোমার সৃষ্টি মানুষ নির্দয়
হায়নার চেয়েও হিংস্র তারা অন্যের উপর হয় ।


তোমার কাছে বিচার মোদের ওহে দয়াময়
এই পৃথিবীর আদালতে বিচার যেন হয় ।


তোমার চোখের সামনে দিয়ে যা ইচ্ছে তাই করে
কত বড় বুকের পাটা কাঁপছেনাতো ডরে ।


তোমার প্রতি পাষন্ডদের নেই কি কোন ভয় ?
সীমারকেও হার মানাইছে এত অতিশয় ।


দেখলে চোখে জল মানেনা এত নির্মমতা
জল আসেনা তোমার চোখে হায়রে মানবতা ।