আমি কবি তাতে কার কিবা যায় আসে
তবুও কবিতা লিখেই যাচ্ছি আমি প্রতি মাসে মাসে ।


কবিতাতো কবিতা নয়, এযে কিছু কথা
মূল্যায়ন করিলেই হবে এর যথার্থতা ।


কি লিখিব কি বলিব কি করিব শুরু
ইকবাল ছিলেন মহা কবি, রবি কবি গুরু ।


কবিদের দিতে পারে কেবা তাদের মূল্য
কবিদের সাথে কারো নেই কোন তুল্য ।


নানান ভাষায় নানান কথা লিখেন কবি গন
তাতেই সবার নাড়ায় টনক জাগায় শিহরণ ।


কবির ভাষায় কবিতাও বিশাল আন্দোলন
অনুধাবন করতে পারবে করলে মূল্যায়ন ।


কবির কথা মুন্ড মাথা কিবা আসে যায়
বিশ্বজুড়ে বিপ্লব এসেছে কবির কবিতায় ।


কবিতা নয় গোলা বারুদ নয়তো কামান অস্ত্র
কবিতার দান বিদ্ধ হয় মান অন্ন শিক্ষা বস্ত্র ।


যতই থাকুক কামান গোলা থাকুক বাহুর শক্তি
কবিতাই যুগে যুগে আনছে শুভ মুক্তি ।


কবিতার সব পংতিগুলো মন দিয়ে পড়ুন
সেই মোতাবেক নিজকে এবং নিজের দেশকে গড়ুন ।