না বুঝিয়া কোন কথা বলা উচিত নয়
বলার আগে কি বলিবে বুঝে নিতে হয় ।


কথা বলতে জানিনা মোরা কে বলেছে ভাই ?
শুরু করলে শেষ হবেনা যদি কথা পাই ।


কত কথা বলি তবু কথার শেষ নাই
কথা বলতে শুরু করলে বিরাম নাহি যাই ।


বলতে বলতে মুখের মধ্যে ফেনা যে উতরায়
তার পরেও অনেক কথা বাকি থেকে যায় ।


ভাল কথা মন্দ কথা, সারাদিনই বলি কথা
কথার নেইযে শেষ
কথার জন্য যথা তথা মহা সমাবেশ ।


সারাদিনও বললে তথা, শেষ হবেনা মনের কথা
জুরায় অন্তর ঘুরায় মাথা, বেশি বললে হয় অযথা ।


কথা বলার সময় মোরা কত কথাই বলি
কর্মক্ষেত্রে গিয়ে তার বিপরিতে চলি ।


কথা বলা তেড়ে চলা মিথ্যে প্রচারণ
কিছু কথা শুনলে মাথা হয়যে শিহরণ ।


নাওয়া খাওয়া নিদ্রা দাওয়া নেই কোন বালাই
অন্যের কথা নিয়া সদা ঘুরিয়া বেড়াই ।


যত কথাই বলিনা ভাই, কোন অর্থ নাই
বলতে হবে বলার জন্য কথা বলি তাই ।


বলার মত বলতে কথা নেইতো পরিবেশ
কথার জন্য বিশ্বখ্যাত মোদের বাংলাদেশ ।