একদিন আমি গিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যান রমনা
সেখানটাতে গিয়ে দেখি রং তামাশা কম না ।


যে দিকে তাকাই নয়নে বুলাই শুধু বিনোদন
কি বলিব ভাই লাজ লজ্জা নাই কি যে আলাপন ।


গাছের সাথে গা বিলিয়ে, বুকের সাথে বুক মিলিয়ে, করছে আলিঙ্গন
একটুখানি সুযোগ পেলে যায় যে চলে সংঘপানে, যেমনি চাহে মন ।


কেউবা বসে ঘাসের পরে, চুম্বন খাচ্ছে প্রিয়ার তরে, কেউবা বসে কোলে
স্বামীর সোহাগ দিচ্ছে যেন গলায় ধরে দোলে ।


যত দূরেই যাই স্মৃতির শেষ নাই যেন নয়ন ভরা স্মৃতি
গাছের ডালে দৃশ্যাড়ালে কত যে প্রেম প্রীতি ।


সকল পার্ক-এ ভতি প্রেমিক ধরছে না যে আর
রং মহলের রং তামাশা এহেন সমাচার ।