নানান লোকে নানান ছলে নানান কথা বলে  
আমি নাকি যোগ দিয়েছি ভন্ড লোকের দলে ।


ওদের যারা ভন্ড বলে তারা আমায় বলে
ওরা নাকি সারা জীবন অসৎ পথে চলে ।


ওদের সঙ্গে সঙ্গ দিলে ভূত ভবিষ্যত যায় বিফলে
কথায় কথায় মিথ্যা বলে ভয় করেনা দিলে ।


আকাশ চড়ে সন্ধান করে যেমনি ভূখা চিলে
তেমনি তারা সামনে পেলে খায় যে সবই গিলে ।


কথা বলার যোগ্যতা নেই, নেই যে কাজের জুড়ি
সমাজপতি সেজে তারা করেন সমাজ চুরি ।


নেই যে কোন  বিবেচনা নেই  তেমন বুদ্ধি
তারাই বড় নেতা সেজে  সমাজ করেন শুদ্ধি ।


হেসে হেসে কথা বলেন যায় না বোঝা  মতি
গরীবের  হক চুরি করে  হন  যে  শিল্প পতি  ।


চুরি করাই এই নেতাদের  সমাজ সেবার মূল ধরন
মিথ্যে বলা  জুলুম করা অনাহারদের নিপীড়ন  ।


কোন কথা যায় না বলা বলতে গেলে হয় মরন
তাদের কথায়াই চলতে হবে নিতে হবে করে বরন ।


তাদের উপর ভরসা করেন দেশের  মহারথি
ভূড়ি ভরার পরে তারা করেন দেশ  উন্নতি  ।


এসব ছাড়া  এই নেতাদের নেই যে  কোন গতি
তাইতো তারা এই সমাজের হলেন  সমাজপতি ।