বহিঃ বিশ্বে চলতে হলে ইংলিশ শিক্ষা লাগে
তার পরেও বাঙ্গালীদের বাংলা শিক্ষা আগে ।


মেলায় বসে খেলা করে কবিতার ঝিলমিল
যদিওবা সেই কবিতায় নেইতো অন্তমিল ।


নাইবা থাকুক ছন্দ তাতে হোক না যতই ছন্দ পতন
তবুও তারে রাখব ধরে বুকের মাঝে করে যতন ।


রক্ত দিয়ে জয় করেছি শক্ত করে ধরব
বাংলা আমার মাতৃ ভাষা এটাই আমার গর্ব ।


বাংলা ভাষায় কথা বলে আত্মতৃপ্তি পাই
এত মধুর ভাষা যেন আর কোথাও নাই ।


বাংলা আমার মায়ের ভাষা বাংলায় কথা বলি
বিশ্ব তরে বাংলা বলে শির উচিয়ে চলি ।