দীপ্তিহীন  অনাস্তার বর্তমান সঙ্কটে
কালো মলিন আজ আমার পৃথিবী
অজান্তে বপেছি কণ্টকিত বৃক্ষ সহজে
সেই কৃষ্ণ কন্টের উৎস তো হৃদয়ে  ,
কণ্টক পিষ্ট তিক্ত হৃদয় আমার জাগে
আঁধার স্নাত সত্য আলোর প্রত্যাশায় তাতে.।
ফুরায় আমার নিশি দিন তারে ভাবনায়
হাজার রথের মেলায় ব্যাকুল চতনায়
খুজেছি যে সাদা রথ সারাবেলা ,
পথ চলার ক্লান্তি ভুলে চাতকের চাহনিতে
অস্থির চিত্তে খুঁজেছি তাকে ব্যথাতুর শানিতে ।
মাঝ রাতে  হঠাৎ  ঘুম ভাঙা চোখে
তারার পানে সুধায়েছি যার কথা ঘুম ঘোরে ,
সুভাকংক্ষির কোন ভৌরবীয় আনুষ্ঠানিকতায়  
সবার অলখ্যে,নিভৃতে ভাবনায় যে পরিপার্শ্বিকতায়।
গোধূলির পড়ন্ত বেলায় সংগোপনে
আপেক্ষিত যার সামান্যতম স্পর্শের আহব্বানে  ,
নির্জন দুপুরে ভাঙা বাড়ীর ব্যালকনিতে
এ জীবন তটের সুধার তরে ডেকেছি  তাকে ।
সেতো আসেনি কৃষ্ণ কণ্টক পথ পেড়িয়ে
কিংবা এসেছিল অজ্ঞতসরে না জানিয়ে ,
জমানো কথার ঝুলীতে টান পরা আড্ডায়  
হৃদয় খোঁচে জেগে উঠে হাড় মজ্জায়  ,
হৃদয় নিংড়ানো প্রেম আমার
ধরা পরে দেহের প্রতিটি ধমনী,শিরায় ।
মধুময় স্মৃতির  মাঝে সে জাগে
কালবৈশাখির কাল সাঁজে।