স্বর্ণালী বিকেলের সেই বর্ণিল রঙ্গ!
হারিয়ে গেছে, আজ সময়ের অবিরাম তারনায়,
কৈশরের সেই নিসঙ্গ অলস দুপুর
আর হাতছানি দেয়না,
অহেতুক মুমূর্ষু,গুহ বঞ্চিত পাখির ন্যয়।
পল্লবে সঙ্গিন ঝুম ঝুম ক্ষণতা-
উরন্ত ঘুড়ির মত বর্ণীল স্বপ্নের হাত্ছানি
আজ পেছনে ফেলে আসা গন্তব্বের শুধুই স্মতি।
পারাপাশ্বিক চাহিদা,জীবন যাত্রার আবদ্ধ টানে
ছুটছি শুধু সময়ের স্রোতে।
কাল ও প্রয়োজনের যাত্রি মাত্র আমি,
চেনা আবার অচেনা অগন্তব্যে
মুহু মুহু নতুন পথে চলছে আমার যাত্রারথ।
ব্যস্ততার এ রণে গভীর রতের বেদনাকে তাই
স্পর্শ করা হয়না মর্মগ্রাহী স্মতির পরশে,
সময়ের চাহিদা আর ব্যস্ততার ক্ষণে
কখন যে নিসঙ্গ দুপুর হয় স্বর্ণালী বিকেল
আবার স্বূণালী বিকেল হয় নিশ্তব্দ নিথর রাত,
উপলব্দা হয় তা প্রভাত আলোর রণে
আহুত আহব্বানে নতুন আরএকটি ইতিহাস রচনে।