ওঁই নীল আকাশ ! ছুঁতে চাই নীল
হতে চাই নীলে নীলে একাকার লীন !
স্বপ্ন হারা জীবনের বলয়ে আসুক না আজ  
নবীন বসন্ত , পাখি ডাকা সকাল ,ফুলেল সুভসে মাতন ।
জীবনের বাঁকে বাঁকে বয়ে যাক
অবারিত জলের প্রবাহ, প্রবাহমান নদীর স্রোত  ধাঁরা  ।
মেঘে মেঘে কেটে যাক, আজ সমস্ত দিন !  
জানালায় দাড়িয়ে স্থির আমি , আজ আমি অনড়
তোমাতে নিবন্দিত আমার সমস্ত প্রেম এখন সরস,
এ মনের  জোস্নায় তুমি পূর্ণিমার শশী
দুরন্ত যৌবনের রঙে তুমি প্রতীবাদের অক্ষত অসি ।
হাঁড়াতে চাই তোমাতে আমার সর্বস্ব ,
খুইয়ে সবকিছু হতে চাই একেবারে নিঃস্ব !
নিঃস্ব হতে হতে আমি হব বিলুপ্ত ,
পৃথিবীর শেষ যাত্রার অংশ নিয়ে একেবারে হব নিবৃত  ।
যদি আসে প্রণয়ের সুর লয়ে, “পাপিয়া”  
হব না আজ তার তরে বিগলিত বিচলিত আর ভাবিয়া !  
আমার মানুষ জন্ম সার্থক আজ, তোমাতে জন্ম নিয়ে    
কিছুই না পারি , ভালবাসা আছে হদয়ে অফুরন্ত , দিব সব দিয়ে ।
তুমি আবারিত যৌবন সবুজ , সংগ্রামী চেতনার রক্তাক্ত লাল !  
ভালবাসা , প্রাণের আত্মহুতি, সময়ের অক্ষত নাম ,
বাংলাদেশ, আমার বাংলাদেশ !
তোমাতেই জীবনের শুভ সূচনা , তোমাতেই হবে আমার শেষ ,
আজ থেকে প্রতিটি ক্ষণ তোমার জন্যই মনোনীত ,
তোমার জন্যই  এখন, আমার সর্বস্ব স্বেচ্ছা প্রণোদিত  ।