আমিতো চাইনি দোসরের আবাসন আমার বুকে
চাইনি আমার গৃহে ভীবিষনের আঁতাত হউক সুখে ,
আমার দেহে ওরা বারুদের বর্ষণ করেছে বিষাক্ত রোষে !
আমাকে ওরা রত্তাক্ত করেছিল মুক্তির রক্তে চুষে  চুষে !  
বুকে মাঝে নেচে নেচে করেছে অশরীরী পিচাসি নৃত্য ,
ইন্দন দিয়েছে মা বোনের সম্মান হরণে, উল্লসিত চিত্তে ।    
আমাকে উলঙ্গ করে বিশ্ব মানচিত্রে ছিঁড়ে খেয়েছে সমস্ত রূপ !
আমারকে ভরেছে  অপবিত্রতার অপবিত্র নর্দমার স্থুপ ,
এ কোণ স্বাধীনতার স্বারক !! আমার মুক্তির পথে বাধাদানকারীরা  
আমার গৃহে কিভাবে স্থবির নিঃশ্বাসে বাস করে অনাড়ম্বর,  
লুণ্ঠিত হতে হতে নিঃস্ব হয়েছি যাদের রক্ষণাবেক্ষণে  
তাদের মিত্ররা কি সহসা বাঁধবে যুগল আমার উন্নায়নে ।  
কেন আজও ওরা আমার  বুকে নির্বিঘ্নে বহমান ?
ওদের তরে নব্য দালালেরা এখন সোচ্চার দৃশ্যমান !  
এখনও আমি কষ্ট যন্ত্রণায় নিভৃতে কেঁদে যাই
ওদের পদাচরনে আমি এখনও প্রতিনিয়ত বিধ্বস্ত হই !
আমার ইতিহাস বিকৃতির ফায়দা লুটে অসাধু নিচ প্রজাতি  
আমাকে তোলে বাজারের পন্যের বাহারি দামে অযাচিত ।
আমিতো নই কারও সম্পত্তি , নই ভোগ বাটোয়ারার দলীল  
আমি আছি সবার মাঝে ,সকলের জন্য ভালবাসার সলীল ।
চাই দোষর মুক্ত সমাজ, চাই নিঃশ্বাসে মুক্তির সুশীতল বতাস  ।
চাই শান্তি অনাবিল, চাই মুক্ত বিহঙ্গের মত উড়বার নির্মল আকাশ ।  
আমি চাইনা শিরা উপশিরায় রক্ত প্রবাহে প্রাণের নাশ আবার
চাইনা বিধ্বংসী অগ্নেয় অস্রের দামামা ,দেহের ক্ষত,অঙ্গহানির আজাব ,
চাইনা  একেকটি ষড়যন্ত্রের নীল নকশার ঐতিহাসিক সাক্ষী হতে
চাইনা আর কোণ শোকের মিছিলে ইতিহাস হয়ে আরেকবার জন্ম নিতে ।