আমি দেখেছি সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু টলমল
তোমার নাসিকার প্রান্তে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা ঝলমল ,
দেখেছি গাঢ় আঁধারে জোনাকির আনাগোনা কত বর্ণীল
তোমার হাঁসিতে অনবরত হৃদয়ে বাজে আনন্দের বীণ ।
দেখেছি কাল বৈশাখীর আকাশের কালো মেঘের রুদ্র বেলা
তোমার ঘন কালো কেশে বাতাসের এলোমেলো ধূর্ত খেলা ,
তোমার হেঁটে যাওয়া পথে হটেছি, নিতে তোমার বিস্তৃত সুবাস
ভুলে গিয়ে সময়ের আবর্তিত বাস্তবিক জীবনের সুখ নিবাস ।
আমি জীবনকে দেখেছি কল্পনার বিচিত্র রঙে বিবর্ণ সজীব
তোমার চোখের চাহনিতে খুঁজে পেয়েছি মায়াভরা জৈবিক ,
অবাক বিস্ময়ে দেখেছি বাতায়নে দক্ষিণা বাতাসের উল্লাস
তোমার আবেসি কণ্ঠে সৃষ্ট আমার জীবন সঙ্গীতের নির্যাশ !
পড়ন্ত বেলায় ছুয়েছে মন দিগন্তের নীলিমায় রক্তাভ রবির সংস্থান
তোমার কপালে টকটকে লাল টিপ দিয়েছে আমার প্রনয়ে অহংকার ।
তোমার ওষ্টের কালো তিল গড়েছে আমার অজস্র প্লাবনের উচ্ছ্বাস
অভিমানি চিবুকের মৃদু তিরস্কারে হয়ে গেছি অসংখ্য বার উন্মাদ ।
তুমি আমার প্রেমের নান্দনিক শিল্পকলার চীর নবীন ভাস্কর্য
জিবনের বেলাভুমিতে বহু কাঙ্কখিত আদিম্যতার সুফল সম্রাজ ,
তুমি ভালবাসার চরম সন্ধিক্ষণে সুখের সুনিপুণ চিত্রকর
আমার জাগতিক সমস্ত ভাবনা বিকাশের একমাত্র রূপঙ্কর ।