অনেকে মনে করেন, কবিতা যা লেখার তা অনেক আগেই লেখা হয়ে গেছে।
কিন্তু কথাটা আমি মোটেও মেনে নিতে পারিনি। বর্তমানের কবিতা বর্তমানের কবিরাই লিখবে। হয়ত কবিতার বিষয়বস্তু পুরানো হতে পারে। বাক্যটা এমন হতে পারত, কবিতার বিষয়বস্তু নিয়ে অনেক আগেই লেখা হয়ে গেছে। বিষয়বস্তু এক হতেই পারে। তাতে কোনো সমস্যা দেখি না। বলার ভঙ্গিটা আলাদা হতে হবে।
উদাহরণস্বরূপ, ওমর ফারুককে নিয়ে কাজী নজরুল কবিতা লিখেছেন, পরবর্তীতে ফররুখও লিখেছেন, এবং বর্তমানে আমিও লিখেছি। বিষয় ঘুরেফিরে সেই একই, ওমর রাঃ এর জীবনের কিছু খণ্ডচিত্র। কিন্তু সবারই বলার ঢঙ আলাদা। সবাই নিজ নিজ সময়ের উপযোগী করে কবিতায় উপস্থাপন করেছেন।