নদীর ঘাটে পাতার বাঁশি
বাজে না এই তটে
ভেঁপু বাজার শব্দ শুধু
চারিদিকে ছোটে,
ফুলের বাহার, ক্ষুধার আহার
জোটে না সবার করে
ভাগাড় ঘেটে খাবার খোঁজে
কত লোকে মরে।
মেঠো পথের সুখ নেইতো রুগ্ন শহরে
জীবন হারায়, অঙ্গ হারায় চলতে পথে অঝোরে।
বাহনগুলো থমকে থাকে
রাজপথেরই ফাঁদে
পাখির মত অবাধ গতি স্বপ্ন হয়ে কাঁদে।
আকাশ পটে ছবি আঁকতে
পারে না দুই আঁখি
দালান কোঠায় ছাওয়া আকাশ
কেমন করে দেখি?
ঝমঝমিয়ে বৃষ্টি হলে যখন সুখ আসে
থৈ থৈ থৈ রাস্তা দেখে হুতাশ সুখে মেশে,
বাতাস কাঁদে সীসার ফাঁদে
মুক্ত বায়ু নাইরে
প্রাণের শহর ঢাকা মোদের
নতুন করে চাইরে।