একাই আমি থাকবো বসে
নাইবা বসো আমার পাশে
একলা আমি বারান্দাতে
দু'চোখ ভরে আঁধার রাতে
আকাশ ভরা তারার জ্বলা
দেখবো আর ভাববো মেলা।
ভালোই লাগে ভাবনা খেলা
এমন করেই কাটুক বেলা
কাটছে কাজে তোমার সময়,
আমার ভাবনা শুধু তুমিময়
শশব্যস্ত সদা তুমি
থামতে তোমার বারণ বুঝি,
চুপটি করে সময় দিয়ে
ভাবনা খেলা খেলতে গিয়ে
বিরক্ত আর নাইবা হলে,
তারার সাথে নিঝুম রাতে
অচেনা সব গন্ধ নিবো,
বোবা মনের সাথে সাথে
তাল মিলিয়ে নয়ন পাতে
যাক না শিশির আলতো ছুঁয়ে,
শিরায় শিরায় গহীনে মিশে।
নতুন কিছু নাইবা থাকুক
নতুন করেই জোছনা নামুক
হারানো সব স্নেহ ঝরুক
জোছনা আমার চোখে লাগুক।
তোমার জন্য আঁজলা ভরে
জোছনা আমি রাখবো ধরে,
মাখিয়ে দিবো তোমার করে
যখন তুমি আসবে ঘরে,
পারবে তুমি অনুভবে
রাখতে আমায় এই খেলাতে?
আজন্ম আমি চাইবো শুধু
তোমার মনের সেই সে মধু,
জমতে দিও মনের সুধা
মিলিয়ে দিও আমার ব্যাথা।