অভিধানের যত শব্দ একটি শব্দে প্রতিস্থাপিত
শয়ন, বসা, হাঁটাচলায় একই শব্দ উচ্চারিত
মনের অলিগলি আজ একই অনুভূতিতে জর্জরিত।
রাতের কালোর মত অসীম
মাতম করি ভুলে তালিম
আলিম মন তাই হচ্ছে নিম
ব্যথার দাপট এতই জালিম।
পুরাতন লেখা ডাকছে কেবল,
অপেক্ষা তাদের ভীষণ দীঘল,
দুলিয়ে সবুজ পাতা চিরল
বলছে শাখা আমায় বিরল।
পথগুলো সব আছে চেয়ে
রোদ মাখানো পাতা বিছিয়ে
সোনার ধূলি, ফুলের ঝুলি
অকাতরে সব করবে বিলি
এমন চিঠি পাঠিয়ে তারা
আমার খোঁজে হচ্ছে সারা।
ফাগুন থেমেছে তপ্ত বোশেখে
শ্বাপদ মেতেছে আমার বসতে,
হাত বাড়াতে জীবন বাঁচাতে
ব্যাকুল হৃদয়ে তাদের জড়াতে
পৌন:পুনিক প্রয়াস আমার
কবে পাবে গো আরাধ্য দুয়ার?