বিবেক তুমি, কত বড় ?
কোন জগতে বাস কর ?
যেই জাতিরই গর্ভে লালিত
সেই জাতিকেই হেয় কর ।


বিবেক তুমি, রুদ্ধ হলে,
উল্টাপাল্টা খবর ছাড়ো ।
অন্যায় দেখে আপস করে
শুধু ভিডিও ধারণ কর !


বিবেক তোমার, আদালতে
কোন পাপেরই বিচার কর ?
শুধু পাপীকেই ঘৃণা করে ,
পাপকে তুমি মুক্ত কর ।


বিবেক তুমি, কোন সাহসে ?
পাপ নিয়ে তুমি তামাশা করো ।
বিষের আড্ডা  জমাতে গিয়ে
পাপকে তুমি উস্কানি মারো ।


বিবেক তুমি, কোথায় থাকো ?
কোন চিন্তা লালন করো ?
যেই চিন্তা মুক্ত হলে,
আবেগের বুকে লাথি মারো ।


বিবেক তুমি, কোন পর্দার
আড়ালে নিজেকে লুকিয়ে রাখো ?
কলঙ্কেরই দাগ ছাপিয়ে
পরের জীবন ক্ষুণ্ণ করো ।


বিবেক তুমি, স্বাধীনতার
কোন স্বপ্ন ধারণ করো ?
ধর্ষকেরই বিচার চেয়ে
ধর্ষিতাকেই ত্যাজ্য করো ।


হায় বাঙালি,
কোন জগতে বাস করে ,
কোন জগতে বাস করো ?