বিষভরা ব্যথা, মৃদুজ্ঞান করি
বাসিলে যাহারে ভালো
সে ছিলো না তোমারি কভু
রহিয়া অন্য কারো।


যারপরনাই সুখ বিলিয়া,
সিন্ধুসমান বিষাদ বহিয়া,
রোখও নাই একবারো।


সে ছিলো না তোমারি কভু
রহিয়া অন্য কারো।


পর্বতসম স্থির হইয়া
গগনবিদারী বজ্র সহিয়া
চিত্ত আলয়ে বাসনা করি
বাসিলে যাহারে ভালো।


ক্ষণিকের লাগি ছিলো না তোমারি,
রহিয়া অন্য কারো।
রহিয়া অন্য কারো।


সমীরণ যদি বার্তা বাহিয়া
শত সহস্র তটিনী ছাড়িয়া
পৌছিত মাসে বারো।


তুচ্ছই হতে সদাজ্ঞান করি
জগতের মায়া, যার লাগি ছাড়ি।
নিতান্তই সবি সাক্ষ্য করিতো।


তাহার স্বয়ং হৃদ্য আলয়ে
স্থল নাই তোমারি!
চিরকাল মিথা ভাবিলে নিজেকে
তাহার প্রণয়ের কান্ডারি!


অনুরাগ দূর্বারই।


নিম্নবিস্তারী নিবিড় মমতা
সবই গেলবৃথা হেতু।
স্পন্দনে কভু ধ্বনিত হওনি,
স্বল্পের লাগি মৃদু।


উষ্ণ আবেগ ছিন্ন করিলে,
প্রেয়সীর হিমপথ।


চারদিকে শুধু বাজবে তখনি,
বিদায়বেলার রথ।
বিদায়বেলার রথ।