বৈশাখ — জ্যৈষ্ঠ
প্রখর তাপদাহে সর্ব অতিষ্ট,
নাহি ভয়,
মধু কাল "গ্রীষ্ম"র রসাল তৃপ্তে হই তুষ্ট ৷


আষাঢ় — শ্রাবণ
দিবা নিশি অঝোর ধারায় করে স্নান মাঠ-ঘাট-বন,
নব জলে চারিধার ভবে অথৈই প্লাবন,
জলকেলির কাব্য করে নৃত্য তব মনতপোবন,
কাল "বর্ষা"য় জলসাজের রূপে সাজে সর্ব ভূবন ৷


ভাদ্র — অাশ্বিন
কাশ বনের শুভ্রতায় মূগ্ধ হয় দৃষ্টি সীমাহীন,
পক্ক তালের মৌ-ঘ্রাণ করে বিদায় মনে থাকিলে মলিন,
এ যে শান্তির কাল "শরৎ" হয়েছে অসীন ৷


কার্তিক — অগ্রাহায়ণ
মরা কাতির কাটিয়ে শোক নব ধানে কৃষাণের হয় জাগরন,
হাসী-খুশিতে চারিধার করে কাল "হেমন্ত"র বরণ ৷


পৌষ — মাঘ
ঝরা পত্রে বাজে মরমর শৈত সংগীতের রাঁগ,
এ যে পিঠা-পুলি নিয়ে কাল "শীত" হয়েছে স্বজাগ ৷


ফাল্গুন — চৈত্র
হুশিয়ার তব অাগমন ঋতু রাজ "বসন্ত",
ভাল লাগা ভালবাসা সর্ব হয় স্বজাগ যা ছিলো ঘুমন্ত ৷৷