মূল্যহীনে কভূ নাহি জানে করিতে
           মূল্যমানেরও মূল্যায়ন !
মূল্যবানই কেবল জানে করিতে
           মূল্যমানের মূল্যায়ন ৷
মূল্যবান-মূল্যহীন বিনেও রয়েছে
          মূল্যের আরেক অর্থ !!
জানো কি সে ?
      — সেতো অমূল্য ৷
যাহার সুউচ্চ মূল্যমান —
     মানব মন নাহি জানে করিতে নির্ধারন ৷
সেতো এক যথা —
    তোমার চরিত্র রতন,
যদিবা তাহারে রাখো
     করিয়া আমৃত্যু যতন ৷
হেন বিবেকহীন আবেগের বশে
      ঘটাইওনা কভূ আপন পতন,
স্বচেষ্ঠ থেকো সর্বদা
      নিজেকে গড়িতে তাহাদেরই মতন,
দেহহীনেও যাহাদের উড়িতেছে মানব মনে
              চিরন্জীবের কেতন ৷৷