আমি শুধু চেয়েছি তোমায়,
ভোরের শিশিরে কুয়াশার চাদরে
অলস দুপুরের ক্লান্তি শেষে,
বিকেলের আকাশে গুধূলীর প্রান্তে,
নিশ্চুপ রাতের স্নিগ্ধ বাতাসে,
জীবনের শুরু থেকে অনন্তে।
আমি শুধু চেয়েছি তোমায়,
অঝর বৃষ্টির প্রতিটি ফোটায় প্রতিটি ছোঁয়াতে,
মেঘের আড়ালে লুকানো রোদের আদরে,
পড়ন্ত আকাশের ডুবিডুবি
সূর্যের রক্তিমে,
চলতে চলতে সেই পথের শেষে,
জীবনের শুরু থেকে অনন্তে।।
আমি শুধু চেয়েছি তোমায়,
বাস্তবতার সুখে আর দুখে,
কখনো চোখের জলে কখনোবা অট্রহাসিতে,
তোমার ক্লান্তিমাখা প্রতিটি দিনের শেষে,
কখনো চাঁদে কখনো মেঘে
কখনোবা আমারই মন মন্দিরে,
যেতে যেতে আবার সে পথের বাঁকে,
জীবনের শুরু থেকে অনন্তে।।