কি করে পার তোমরা এরকম করতে
তোমর মিডিয়া তোমাদের তো এ কাজ নয় ,
তোমাদের কাজ সঠিক তথ্য জনসাধারণের সামনে       তুলে ধরা ,
তা না করে বিকিয়ে দিচ্ছ নিজেদেরকে রাজনীতির
দালালদের হাতে ,
সংবাদপত্রকে করছো রাজনিতীর নেতাদের
গৃহ পত্রিকা,
আর টি ভি স্টুডিও হয়েছে  
রাজনীতির নাতাদের বৈঠকখানা,
তোমরা ভুল করছো এ কাজ তোমাদের নয়।


আকারনে নিদোষি করছো দোষী
অপরাধীর হয়ে সাওয়াল করে তদের করছো মুক্তি ,
তোমরা হয়েছো সমাজের ধংসের কারন।
তোমরা সংবাদিকতার সুযোগ নিয়ে যা ইচছা
তাই করছো,
কখনও সমাজবিরোধীদের হাতে হাত রাখছ
কখনও বা রাজনিতীর ভন্ড নেতাদের হাতে।
একটু তাকিয়ে দেখো পিছনের দিকে
সংবাদিকরা কতোটা সৎ কতোটা নির্ভিক হতো,
সঠিক তথ্যের জন্য কত প্রাণ যেত সংবাদিকদের।


আজ তোমরা সধারন মানুষের কাছে যতো ভুয়ো
রজনীতির নেতাদের পয়সা দিয়ে কেনা খবর দেখাচছ।
এ ভাবে চলতে থাকলে তোমারই হবে
সুষ্ট সমাজ ব্যাবস্থার ধংসের কারন।


তায় ফিরে এসো তোমরা তোমাদের পথে
আবার সবাই বলবে মিডিয়া জনসাধারনের
সওয়াল করে কোন রাজনীতির নেতার নয়,
মিডিয়া মানে সঠিক খবর।


তোমারই পারো রাজনিতীর ভন্ড সাধুদের
মুখোশ খুলে দিতে,
তোমারই পারো সমাজকে রাজনীতির
নেতাদের হাত থেকে মূক্ত করতে ,
তাই তোমরা আবার  সঠিক খবর তুলে
ধরো জনসাধারনের সামনে,
এটাই অনুরোধ তোমাদের কাছে আমার।।