মিছিলের মাঝে ছোড়া মুষ্টিবদ্ধ হাত
সংগ্রামী চেতনার দৃপ্তিতে শত উচ্ছাস।
ভুলে যাওয়া কবিতার মত
এসবই যেন আজ ইতিহাস।


কোথা সে আদর্শের দৃপ্ত শপথ?
কোথা সে সংগ্রামী আহবান?
পিছলে যাওয়া সমাজের কড়া
নেড়ে যাওয়া আন্দোলনের বান।  


দুষিত সংক্রমনে হারিয়েছে প্রানের যোগ।  
শুধু চেতনানাশক উপসংহার আর সুযোগ
বুঝে চলে কলুষিত ধারায় নির্লজ্জ্ব বিনাশ  
মঞ্চস্থ হয় আবারো যত নাটুকে আশ্বাস।