বসন্ত এসেছে বলে, কনকনে শীত গিয়েছে চলে,
বর্ণিল শোভায় শত রং ছড়িয়ে ঋতুরাজের আগমণে।            
বাতাবী নেবুর ফুল ফুটেছে, ফুটেছে আমের মুকুল,
ফাল্গুনের সম্মোহিত সুবাসিত দখিনা সমীরণে।


বসন্ত এসেছে বলে, চোখের নেশায় মাতাল হয়েছে,
মৃদুমন্দ বাতাসের আলিঙ্গনে উচ্ছ্বাসিত সবার মনে।
বসন্ত বাতাসে উত্তাল তরঙ্গ জেগেছে মনের সাগরে,
বাসন্তী সাজে সজ্জিত হয়ে রঞ্জিত সবার প্রাণে।


বসন্ত এসেছে বলে, টগর,গোলাপ আর শিমুল ফুটেছে,
আগুন রঙের ঝলকে এসেছে বসন্তের স্বর্ণানালী দিনে।
ফুল থেকে ফুলে সব পাখিদের অবিরাম ছুটাছুটি,
গাহিতেছে তারা পাগলপারা ফাল্গুণের সাতকাহনে।


বসন্ত এসেছে বলে, নানা রঙের ফুলের ছড়াছড়ি,
বকুল, পারুল, পলাশ আর শাল-পিয়ালের বনে।
ফুটেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গমের ফুল,
ফুলে ফুলে ভরে উঠছে প্রকৃতির সবুজ অঙ্গনে।


বসন্ত এসেছে বলে, লাল হলুদের বাসন্তী সাজে,
হলুদ গাঁধা জুঁই চামেলী ফুটে উঠেছে সব বাগানে।
ডালে ডালে ভরে উঠেছে নব নব সবুজ পল্লবীতে,
গান গেয়ে যায় বসন্তের কোকিল মুখরিত মধুর টানে।