একটি  ক্ষনজন্মা গোলাপ  
    
                         ফেরদৌস রায়হান  


বিশাল সবুজের বৃক্ষরাজি      
সিডর-নার্গিসের  মহাতাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে  ।
স্মৃতির  আর্কাইভে শুধু স্বপ্ন দেখা
আর স্বপ্নভঙের  ক্ষত - বিক্ষত
নিস্তব্ধ,নিঃসঙ্গ,রক্তাক্ত পিচিছল রাজপথ


যার কোলে থেকে হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখেছি
যার কাছে আমি দায়বদ্ধ,ঋনী
সে আমার গর্ভধারিণী মা


আমার ধ্রুব নক্ষত্র জননীর শোকের
যন্ত্রণায়,কাতর,মর্মাহত,রাহুগ্রস্থ,বিস্মিত
বেদনার আর্তনাদে
অন্ধকার হিমাগারে নিমজ্জিত


এই চির বিদায়ের নিস্তেজ আবেগে
নির্ভীক বুকে সুপ্ত অনলে
দম ফাটা যন্তনা
ভয়াল এক দুর্ভিক্ষে ছিন্নভিন্ন                  পদ ধ্বনি


আজ মায়ের দুধের মতো
খাঁটি নির্ভেজাল ভালোবাসা
থেকে বঞ্চিত
মেলানিন মিশ্রিত দুধ
ছেয়ে গেছে যত্রতত্র


মাতৃক্রোড়ের অনাবিল সুখ - শান্তি বিহীন
ক্লান্ত, শ্রান্ত আমি
অবসান একটি ক্ষনজন্মা
চিরঞ্জীব অতন্দ্র ভালোবাসার


                তাং০৯/০৫/২০১১ঈঃ