জীবিত এই আমাকে
দাহ করার আয়োজন


ফেরদৌস রায়হান


আমার অস্তিত্বে অস্তিত্বে নিরাসার রুপ
বুকের গভীরে মেশানো বজ্রকঠিন
পিপাসার্ত দিশেহারা হাহাকার
আগুনের পূর্ণ প্রজ্বলন
আর জীবিত এই আমাকে দাহ করার আয়োজন
আমি থামাতে পারিনা ।


ক্ষুব্দ্ব-ক্রূদ্ব,অধীর বিসৃংখ্যল, বিভ্রান্ত, অসান্ত মহাবিশ্বে
ভূমিকম্প আর সুনামির জলোচ্ছাস
অাগ্নেয়গিরীর-অগ্নুৎপাত আর ঝড়-তুফানের আক্রমণে
বিদীর্ণ হয়েছে শান্তি ।


আবহাওয়ার প্রতিকূলতা
জলবায়ুর বিষাক্তময়তার
ধ্বংসের শেষ প্রান্তে এসে
দাঁড়িয়েছে সৃস্টি ।


রুখে দাঁড়িয়েছে সারা প্রকৃতি
লোভ-লালসা আর আত্নহন-আত্ন-ধ্বংসকারী
ভালোবাসার অনুপ্রবেশ ঘটেছে ।


তাই , নিয়তির কড়া নির্দেশে
অমানিশার চির অন্দ্বকারকে
আমি বরণ করে নিয়েছি
তাই জীবিত এই আমাকে
দাহ করার আয়োজন
আমি কিছুতেই থামতে পারিনা ।