মহা প্রয়াণ


                         ফেরদৌস রায়হান


মাগো ,,,,,,, ও ,,, মা
তোমার হাসি মাখা মুখখানি
কাঁপিয়ে দিত দিগন্ত মোড়া সবুজের সম্ভার  
তোমার কোলে বৌচি খেলার কর্দমাক্ত
বিকেলের,প্রাণস্পর্শী চিত্কারে
কেঁপে ওঠতো সমস্ত শয্যা


আমার প্রাণের মত্ততায় অন্তহীন এক
চির আনন্দের অবিনশ্বরতা দিয়েছিলে
জাগিয়ে
জীবনানন্দের কল্লোলে
আমার প্রাণের গভীরে,হৃদয়ের শ্রুতস্বরে  
আশ্চর্য্য রহস্যময় এক মহাজাগতিক সেতার বেজে উঠেছিল
চির জাগ্রত,চিরায়ত বিস্তীর্ন উত্সবের
হয়ে ছিল,নব উন্মুক্তি


মাগো,,,,,,,ও,,,,,,আমার মা
তোমার মহাপ্রয়াণে
নিজেকে আর ভলোবাসতে ইচেছ করে না  
মনে হয় নির্বাক থেকে যাই যতদিন বাঁচি
বাক্যহীন বসে থাকি যত দিন আছি
অপার গভীর এক সমুদ্র বাসা বেঁধেছে
তুমার খোকার বুকের ভেতর


               তাং১৫/০৪/২০১১ ঈঃ