সৃজনে দহনে


                           ফেরদৌস রায়হান


তুমার চুলের কাঁটার অভিনব কৃষ্ণবেনীতে
জুঁই,গাধা,মল্লিকা ফুলেরা
লুকোচুরি খেলে শব্দহীন


তুমার হাতের মুঠোয়,সন্তস্হ গোলাপ কাঁদে    
মৌন নিথর নিস্তব্ধ মায়ায়
মায়াবী রক্তকবরী,সুরভিত হাসনাহেনারা
বদন হারা বাহারী কাঁকনের কবলে


মহুয়ার মালা,রকমারী পুষ্পের ঢালা
পরে সেজেছ পুষ্পরানী
তুমি দ্বারুচিনির দ্বীপ থেকে নেমে এলে
অভিলাশের তরী বেয়ে


এদিকে সমৃদ্ব পৃথিবীর এক প্রান্তর     দুলিস্যাত হয়ে যায়
কান্তার মরু কানন এক ফুটা শান্তির জন্ন
কড়া নাড়িতেছে বহু  দরজায়

শুন্য দাবানলে পুড়ে যায়
বনভূমির সবুজ সম্ভার
ভয়ের কুণ্ডুলী কাঁপিয়ে তছনছ করে তুলে
শাসকের তখত


              ৩/৭/২০১০ই ং