বোশেখ বা  
১।
বোরোতে খুশী
হাওরের কৃষাণ,
মন্দা দামে
ম্রিয়মাণ কৃষাণী  
পিলে শুকায় ঋণে  
২।
ভাতায় ভাগ
নেয় কালো করি ,  
লাল ফিতায়
নত প্রবীণাকূল      
ছেড়া-পাড় শাড়ীতে ।    
৩।
তাল মিলায়  
সবে বোশেখ-বোলে,    
লাল প্রাডোতে
লাল পাসপোর্টে
বিধি বাজে নিশিতে  ।


(জাপানী তনকা ধারায় রচিত)
মিরপুর, ঢাকা ।১০- ১৩.০৫.২০২৩ ।