কুয়াশা কাপলেট


১।
হীরা ধুলো উবছে পরছে সীমান্তের ব্যাংকারে  
শীতে কম্পমান সেনা, ফিকে বেলিকলি; উচ্চ অলি উতলা ভদগা পানে ।  
    
২।
শীত-গরমের কুয়াশায় ঢাকা নব্য মডেলের প্রেম, যেন আছে কোন প্রণয়-মইয়ে    
মিডিয়া মুহু মুহু ধুয়াসা ছড়ায়ে কাটতি বাড়ায় অবিরাম , কাব্যহীনা ক্যামেরা ক্লিকে   ।
  
৩।
বেজোড় শালিক গান গায় কোটী কুয়াশার শ্রম হাটে
কোন ক্যাচ নেই কর্তাকূলে, কড়ি যায় কুহেলী স্নানে ।


মিরপুর,  ঢাকা
০৫।০১।২০২৩