উর্দু  হিন্দী ইংরেজি গিলে বনা যায় দেওয়ানি    
শিখিয়ে গিয়েছে ব্রিটিশ কোম্পানি,      
মাতৃভাষাকে কুপায় চারপাশের পুঁজি    
যেমন কার্বন-মোড়ল ঘষছে পৃথিবী
যেমন বাজারী ভাষায় নাকাল দুবলা ভাষা-বংশী
যেমন নাচোলের সাঁওতাল আড়ষ্ট দেখিয়া কর্তার বর্তনী  ।      


ইন্দ্রলুপ্ত দুর্মতি  ডলে দলবাজ-ঝুলি      
তখন ব্যাংক লোপাট, যেন আমন-কাটা পৌষ-ভূমি
বহে খেলাপির ত্রাস, যেন চিঞ্ছাপে বঙ্গীয় ভাষা-জমি ;      
স্বাধীনতা-পাঠ পাট উৎপাট, নালিতা পাতায় ছিটায় কর্কট    
শেয়ার বাজারে উৎকট-পীরালী, বার বার ফিরে শব-শকট  ।


যায় আসে না ওদের কিছুতেই কিছু ,সবই কবজ-সহজ,  
ডনপুজন ভোজ, ভাষা নিখোঁজ, ভাগে ভাগে ত্রিভুজ-অসবুজ,  
নিমঘিতে উৎসাহ কমে গেছে, সবে দ্যাখে নীলনয়নার  বক্ষোজ  
যেমন কমেছে জারুল ঢাকায়, একটি পুরনো শহর-নির্ব্যাজ ;    
এখন বাতাস বাজায় বাজারবাজ , ভাষায় শুধুই একুশ-তাজ
অনেকি তখন চিহ্নিত রাবিশ-খবিশ, শফিক তখন খারিজ ;
বাংলা হরফ ঠাই নেয় গাঁয়ে , মেঠো-পীচ পথে  
ঢাকা-কলকাতা ভিন ভাষে ভাসে, অফুলেল বায় পাকে ।