পথিক হাঁটে পিচ পথেরা পা-পথে
পাজেরো-প্রাদো ’র পরোয়াহীনতায় পথিক পেচ্ছাবে
যেমন ছিল পৃত্থিশদের হাতি-প্রতাপি প্রহরে ;        
পথিকের কালযাপন কুৎসিত কালো কয়েনের কালে
কালো দুধের হাটে , পদ্ম-পাদপ পচনে ;
তবু পথিক পথ ছাড়ে না, পিছলায় পা
দ্রাবিড়দের পায়ের মতো ।    

এ পথ ও কালের সমাপ্তি অর্ধজানা পুড়ানো পথে  
তখন পারুল পলাশ বাড়িবে পূষাতলে  
যুবতি ছুটিবে প্রিতিলতার প্রাকৃতিক ক্লোনে    
পথিক হাঁকিবে পূতকণ্ঠ নববকুলের ঘ্রাণে ।  



মিরপুর, ঢাকা।