দাপটি বরষার দিনে আশ্রয় নেয় চড়ূই শহুরে বারান্দায়
ওদের  কথাগীত বুঝা কঠিন তবে নগরনষ্টি নয়
বৃষ্টিকে দেয় এক্সট্রা নান্দনিক ব্যঞ্জনা
যেন বৃষ্টিকে লালগালিচিয়  সম্বর্ধনা


নিকট দূর থেকে শুধু নির্লোভ চাহনী
মনে দোলে 'পাখী আমার নীড়ের পাখি '


বৃষ্টি কমার সাথে সাথে ওদের ফৌজী প্রস্থান
চড়ুইগীত নেই ঝুলন্ত লতা পাতা গীতহীন
তখন শুধু দৃশ্যমান বেঢপিও বালু কংক্রীট দালান
রাস্তায়  ওয়াসা-নগরপিতার যৌথ জলমহল।


দূষণ-রুগ্ন শহরে ঠাঁই নেই ঢাকাই  শাড়ী বৃক্ষ লতা  
গন্তব্যহীন মধ্যবিত্তের  প্রায়-মরহূম মনের বিমূর্ত স্থাপত্যতা।