একখন্ড জমির উপর
বানিয়েছিলাম মোর ঘর,
আরেক খন্ড ঘরের মোহ
এ ঘর করিয়াছে মোরে পর।


মোর কুড়ে ঘরে ছিল সর্বদা
সুখ'শান্তির আসা যাওয়া,
তবুও মনের মনে পড়িল
হয়নি ভাগের পুরোভাগ পাওয়া।


এই ঘরের সন্ধানে ঘূর্ণিপাকে
এ'ঘর-ও'ঘর আমি মাড়াই,
এই ঘরের জন্যই ঘরের চৌকাটে
নির্লজ্জ খোলাহাত বাড়াই।


পুরো দেশটাই আমার তবু
আরেকটা ভূখণ্ড আমি চাই,
নিত্যনতুনের মোহে ভূলি
অতিতে যা কিছু আমি পাই।


পুরো দেশটা পেয়েও আমার
শান্তি লাগেনা বেহায়া মনে,
কি করে শান্তি লাগবে বলো
এক খন্ড জমির কোনে।।


সত্যি বলতে -একখন্ড জমি,একটা বাড়ী, একটা গাড়ী, অথবা নিত্যপ্রয়োজনীয় বিলাসবহুল কোন