কবিতায় জন্ম নেওয়া পাপ
একদিন পূণ্যের ছোঁয়াচে রোগ
হয়ে শব্দকোষে মুখ লুকায়।
উপন্যাসের বদলে যাওয়া অভিমুখ;
হাওয়ার রাতে মনের অসুখ
সবই চেনা কাজলের ঘুম কাড়ায়।
দোহাই তোদের রক্ত দূষণ
দোহাই তোদের  রাজার ভূষণ ,
পুনর্জন্মের পাণ্ডুলিপি
পাথর খোদাই করে লিখিস,
একটু মেঘের ছোঁয়া পেলে
মাটির ঘ্রাণও মনে রাখিস !