খোরদ্দার চর নামে নির্জন গাঁয়ে
কতশত ছেলেরা খেলা করে নায়ে।


খেলা করে আনমনে নেই কোন শঙ্কা
আসে যদি প্রলয়ের মহা কোন ডঙ্কা।


সারা গায়ে ধুলো দেখি লাগা পরিপূর্ণ
হাঁটুজলে করে খেলা নিয়ে শিপিচূর্ণ।

শৈশবের ছেলে খেলা উঠিনিকো চিনে
ছেলেবেলার কাতরতা আজ এই দিনে।


১৬০৬১৭