নীরঙা জলের মাঝে বাদল
মেলে ডানা ভেসে বেড়ায়
নীল আকাশের মেলায়।
রিম জিম বৃষ্টির জলময়
গান শোনা যায়।


তাই বলে কি জলের মাঝে অশ্রু
তাও বুঝি দেখা যায়?
আহা রে দরদী বাংলা
আমার মন ছুঁয়ে যায়।


জলধির বুকে এমনি নিরন্তর কথা
মেঘমালা ঝরে ফুল-বনে
মধু বন্যা ভাসিয়ে যায়।


গগন পারের সোনার রবি সহর্ষে
বাঁধে বাসা শিশির জলে
লাল গোলাপি লালীমায়।
আহা রে এরি মাঝে কি গীত শোনায়
বুলবুলিরে এমন কাঁদিয়ে যায়।


যে বাঁধ ভাঙা সুরে আজো ভাসে
জল নিরবধি তরঙ্গে।
না তো কোনো গ্রহ গ্রহাণু
পারে তাল মিলাতে এমন নাচে।
তাইতো শশী শুধু অগাধ সাগরে
একটি বার ডুব দিব আশায়
আজো রাতের পর রাত গুনে যায়।


আহা রে সুরেলা সয়ম্ভরী দরদী
না হলেও এক বিন্দু জল পান বিনে
কি হবে চেয়ে সিন্ধুর স্বচ্ছ পাতায়
জল অশ্রু না জল সে রঙ কী দেখা যায়?